ইরানে এক মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে বিরল বিক্ষোভ

| মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

জনতার ফুঁসে ওঠার এক বিরল ঘটনা প্রত্যক্ষ করছে ইরান। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এক কুর্দির বাড়ির বাইরে জড়ো হয়ে সরকার-বিরোধী স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। খবর বিডিনিউজের। বিবিসি জানায়, কুর্দিস্তান প্রদেশের কামিয়ারান শহরে হায়দার গোরবানির বাড়ির বাইরে সমবেত হয় বিক্ষোভকারীরা। গোরবানিকে শহীদ আখ্যা দিয়েছে তারা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট তিনজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন ৪৮ বছর বয়সী গোরবানি। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেছিলেন। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, গোরবানি ছিলেন রাজবন্দি। নির্বাসিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘দ্য ডেমোক্রেটিক পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান’ এর সদস্য হওয়ার কারণেও দোষী সাব্যস্ত হয়েছিলেন হায়দার গোরবানি। এ গোষ্ঠীটি ইরানের কুর্দি সমপ্রদায়ের বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানানদাজ কারাগারে গোরবানির মৃত্যুদণ্ড কার্যকর হয়। সুপ্রিম কোর্ট গোরবানির মৃত্যুদণ্ড বহাল রাখার পর এবছর তার এই সাজার প্রতিবাদে বেশকিছু প্রচার চালিয়েছে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, যে প্রমাণের ভিত্তিতে হায়দার গোরবানিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তা প্রশ্নসাপেক্ষ, কারণ সেগুলো নির্যাতনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। তাছাড়া, ঘটনার তদন্ত চলার সময় গোরবানিকে কোনও আইনজীবী দেওয়া হয়নি বলেও অভিযোগ আছে। সেপ্টেম্বরে জাতিসংঘ ইরানকে এই মৃত্যুদণ্ড কার্যকর না করা এবং এইদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯১.৬৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধচিলির প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি গ্যাব্রিয়েল বরিকের জয়