ইরানের ৪৩তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন কাজী মাহাদী মুনতাসির। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎসবে ট্যালেন্ট ক্যাম্পাস মেন্টর হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। যেখানে বিভিন্ন দেশ থেকে আসা তরুণ চলচ্চিত্র শিক্ষার্থীদের জন্য কর্মশালা পরিচালনা করবেন তিনি।
কর্মশালার বিষয় হচ্ছে ‘বাংলা চলচ্চিত্রে কাব্যিক ভাবনা ও তার নান্দনিক প্রকাশ’।
ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে ইরানের ঐতিহাসিক সাংস্কৃতিক রাজধানী সিরাজ শহরে। বুধবার থেকে শুরু এই উৎসব চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। খবর বিডিনিউজের।
মুনতাসির বলেছেন, এই ক্যাটাগরিতে তিনি একমাত্র বাংলাদেশি, যিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ প্ল্যাটফর্মে মেন্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার নির্মিত একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। মধ্যপ্রাচ্যের এ উৎসবের ট্যালেন্ট ক্যাম্পাসে প্রতি বছর ইরান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইতালি, রাশিয়া, চীন ও জাপানসহ বিভিন্ন দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন।












