ইরানের পুনঃসম্পৃক্ততার সিদ্ধান্তে ‘উৎসাহিত’ আইএইএ প্রধান

| শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার বলেছেন, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার একটি প্রতিনিধি দলকে সফরের অনুমতি দেওয়ার ইরানি সিদ্ধান্তে তিনি ‘উৎসাহিত’ হয়েছেন। এই সফর ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ অনুষ্ঠিত হবে। সিঙ্গাপুর থেকে এএফপি জানায়, গ্রোসি বলেন, কারিগরি দলটির এই সফর জাতিসংঘের পরিদর্শকদের ইরানে ফেরার পথ খুলে দিতে পারে, যা সম্ভবত এ বছরের মধ্যেই বাস্তবায়িত হতে পারে। খবর বাসসের।

তিনি সিঙ্গাপুর সফরকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা যদি শিগগিরই না ফিরি, তাহলে তা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এটি ইরানের একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা।’ তিনি আরও যোগ করেন, ‘তেহরান থেকে আমি যে ইঙ্গিত পাচ্ছি, তাতে মনে হচ্ছে তারা আমাদের সঙ্গে পুনরায় সম্পৃক্ত হতে চায় এটি আমাকে আশাবাদী করেছে।’ সফরের নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি, তবে গ্রোসি নিশ্চিত করেছেন যে তা ‘কয়েক সপ্তাহের মধ্যেই’ হবে। এর একদিন আগে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি নিউইয়র্কে জাতিসংঘে জানান, আইএইএ’র একটি প্রতিনিধি দল দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরান সফর করবে। গারিবাবাদি বলেন, এই সফরে দলটি পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশাধিকার পাবে না, বরং এটি জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দেবে।

গারিবাবাদি বলেন, ‘যদি ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে, আমরা প্রতিক্রিয়া জানাব, আমরা জবাব দেব।’ গ্রোসি বলেন, এই সফরকারী দলে এখনই কোনো পারমাণবিক পরিদর্শক থাকছে না।

পূর্ববর্তী নিবন্ধচিন্তিত শাবনূর, নেবেন আইনি পদক্ষেপ
পরবর্তী নিবন্ধগাজায় অনাহারে মৃত্যু বেড়ে ১১৫