ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের হাতে আসা নতুন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত মিলেছে। এই গোয়েন্দা তথ্য বিষয়ে অবগত একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এ খবর দিয়েছে। এ হামলার বিষয়ে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। তেল আবিব শেষ পর্যন্ত এই হামলা চালানোর সিদ্ধান্ত নেবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও মতবিরোধ রয়েছে, ওই কর্মকর্তারা সিএনএনকে এমনটাও বলেছেন। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, তারা তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত হতে পারেনি। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।