ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরের হাইপারমার্কেটে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গত ১৭ জুলাই মন্ত্রণালয় জানায়, ওয়াসিত প্রদেশের একটি বিপণিবিতানে পাওয়া গেছে ১৪টি পুড়ে ছাই হয়ে যাওয়া মৃতদেহ, এবং সিভিল ডিফেন্স টিম সেখানে থেকে ৪৫ জনকে জীবিত উদ্ধার করেছে। খবর বাংলানিউজের।
আরও অনেকে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, একটি শহরের স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আমরা এখন পর্যন্ত ৫৯ জন নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পেরেছি, তবে একটি মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুতে পাঁচতলা একটি ভবন আগুনে সম্পূর্ণভাবে জ্বলছে, এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মাত্র এক সপ্তাহ আগে চালু হওয়া ওই বিপণিবিতানে একটি রেস্তোরাঁ ও সুপারমার্কেট ছিল। সরকারি বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল–মায়াহি বলেন, আগুন হাইপারমার্কেট ও রেস্তোরাঁ উভয় জায়গা থেকেই ছড়ায়। তিনি জানান, লোকজন তখন কেনাকাটা করছিল ও রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিল। দমকল কর্মীরা বহু মানুষকে উদ্ধার করেছে এবং আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই দুর্ঘটনায় গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন এবং তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।