ইরাকে গণতন্ত্রপন্থীদের ওপর হামলা বৃদ্ধি, নির্বাচন বর্জনের আহ্বান

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

ইরাকে গণতন্ত্রপন্থী সক্রিয় কর্মী ও সাংবাদিকদের ওপর হামলা অনেক বেড়ে যাওয়ায় অক্টোবরের পার্লামেন্ট নির্বাচন বয়কটের আহ্বান জানানো হয়েছে। দুস্কৃতকারীরা ধরাছোয়াঁর বাইরে থাকার প্রতিবাদ জানাতে এমন আহ্বান জানানো হয়। খবর বাসসের।
২০১৯ সালে সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ার পর থেকে ৭০ জনেরও বেশি সক্রিয় কর্মীকে হত্যা অথবা হত্যা প্রচেষ্টা ও অপহরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের প্রধান দাবির প্রেক্ষিতে ইরাকের বিভিন্ন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জুন পর্যন্ত এ আন্দোলন করা হয়। দেশটিতে গণতন্ত্রপন্থী কর্মীদের এ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীরা ইরাকে ইরানের প্রভাবের বিরুদ্ধেও বিক্ষোভ-সমাবেশ করে। এসব হামলার পেছনে কলকাঠি নাড়া ব্যক্তিরা অব্যাহতভাবে রেহাই পেয়ে যাওয়ায় আরো জোরালোভাবে নির্বাচন বয়কটের আহ্বান জানানো হয়। সরকার বিরোধী ক্যাম্পেইনার ইহাব আল-ওয়াজনি গত ৯ মে কারবালা নগরীতে এক বন্দুক হামলায় নিহত হওয়ার পর পদত্যাগ করেন আইনপ্রণেতা ফায়েক আল-শেখ আলী। কারবালা শিয়া অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র নগরী।
ওয়াজনির হত্যার ঘটনার পর তিনি বলেন, ‘আইনসভার নির্বাচন থেকে আমি সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধপ্রথমবার সশরীরে আদালতে সু চি