ইরাকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, নিন্দায় যুক্তরাষ্ট্র

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে একটি গুপ্তচর সদরদপ্তর এবং ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ধ্বংস করেছে আইআরজিসি। হামলায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা কাউন্সিল। এ বিষয়ে এখনো মুখ খোলেনি ইসরায়েলি সরকার। তবে তাদের মিত্র যুক্তরাষ্ট্র ইরানের হামলা কঠোর সমালোচনা করেছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, আমরা পরিস্থিতির মূল্যায়ন চালিয়ে যাবো। প্রাথমিক তথ্য বলছে, এটি একটি বেপরোয়া ও ভুল হামলা ছিল। তবে ঘটনায় কোনো মার্কিন নাগরিক বা স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানিয়েছেন তিনি। ওয়াটসন বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সবসময় সমর্থন করে যুক্তরাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৩৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইসরায়েলকে সতর্ক করার পর ২ জিম্মির মৃত্যুর কথা জানালো হামাস