ইয়েমেনের রাজধানী সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বিভিন্ন অংশে ইসরায়েলের ধারবাহিক তীব্র বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েল লক্ষ্য করে হুতিরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কিছুক্ষণ পর এসব হামলা চালানো হয়। খবর বিডিনিউজের।
টাইমস অব ইসরায়েল জানায়, হুতিদের ওই ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে কেউ জখম হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই দীর্ঘ পাল্লার অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে হুতিদের ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিয়েছে তারা। তবে এর পড়ন্ত শ্রাপনেলের আঘাতে তেল আবিব জেলার রামাত গান শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হল, এসময় হুতিরা একটি ড্রোন হামলাও চালায়। ইয়েমেনের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের প্রধান গণমাধ্যম আল–মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইসরায়েলি বিমান হামলায় নয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন সালিফ বন্দরে এবং বাকিরা রাস ঈসা তেল স্থাপনায় হওয়া দু’টি বিমান হামলায় নিহত হয়েছেন। উভয় শহরই ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হোদেইদাহে অবস্থিত বলে জানিয়েছে আলজাজিরা। এর পাশাপাশি রাজধানী সানার দক্ষিণ ও উত্তর দিকে দুই কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো।