ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি জাহাজে আগুন

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

ইয়েমেনের এডেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজে আগুন ধরেছে। যুক্তরাজ্যের দুটি মেরিটাইম সংস্থা একথা জানিয়েছে। ব্রিটিশ নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে রোববার জানায়, এডেন থেকে ৮৩ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাতে আগুন ধরে যায়। খবর বিডিনিউজের।

পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, এডেন থেকে ৮০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে হামলার ঘটনা ঘটেছে বলে জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে তারা খবর পেয়েছে। অ্যামব্রে তাদের বিবৃতিতে বলেছে, জাহাজটি ৮ দশমিক ২ নটিক্যাল মাইল গতিতে এডেন উপসাগর বরাবর দক্ষিণপশ্চিম দিকে যাচ্ছিল, তখন ফরোয়ার্ড স্টেশনটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। আগুনের সূত্রপাত হলে তা নিয়ন্ত্রণে আনা হয়। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি দেখা গেলেও সেটি জাহাজে আঘাত হানেনি। ঘটনার সময় আশপাশের ছোট নৌকায় থাকা ব্যক্তিরা জাহাজে গুলি চালায়। অ্যামব্রে আরও বলেছে, জাহাজটি তৎক্ষণাৎ বন্দরের গতিপথ পরিবর্তন করেছে এবং গতি বৃদ্ধি করেছে, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরবর্তীতে, আমব্রে এবং ইউকেএমটিও আলাদাভাবে জানিয়েছে, তারা এডেন থেকে ৭০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে আরও একটি ঘটনার বিষয়ে অবগত হয়েছে। ইউকেএমটিও বলেছে, জাহাজের পিছনের অংশে একটি অজানা প্রজেক্টাইল আঘাত হানায় আগুন ধরে গেছে। মেরামতের কাজ চলছে। ইয়েমেনের সবচেয়ে জনবহুল বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ ইরানসমর্থিত হুতি মিলিশিয়ার হাতে। গোষ্ঠীটি কয়েক মাস ধরে ইয়েমেন উপকূলে জাহাজে হামলা চালিয়ে আসছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে তারা।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাই বিমানবন্দরে একই রানওয়েতে দুটি বিমান
পরবর্তী নিবন্ধমোদীর শপথ অনুষ্ঠানে আদানি-আম্বানি-শাহরুখ