চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি এবং সিএস স্পোর্টস একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি ৫ উইকেটে রয়্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সিএস স্পোর্টস একাডেমি ডি/এল মেথডে ৯ রানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা রয়্যাল স্পোর্টস একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে মির মোহতাসিম। এছাড়া আউসাব ১৯ এবং জাওয়াদ ১১ রান ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম ই্য়ুথ স্পোর্টস একাডেমির পক্ষে ১৬ রানে ৩টি উইকেট নিয়েছে তাহির। ২টি উইকেট নিয়েছে মাহিনুল। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ই্য়ুথ স্পোর্টস একাডেমি ১৫.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করে ইলমান। এছাড়া জীবন ১৩ এব! মহিন করে ১২ রান। রয়্যাল স্পোর্টস একাডেমির পক্ষে একটি করে উইকেট নিয়েছে আওসাব, শাহরিয়ার, সামিন এবং সাব্বির। দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা মিলেনিয়াম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ২৩ বলে ২৯ রান করে নাহিয়ান। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে কেবল আরেকজন। ৩৮ বলে ২৬ রান করে আরিফ। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ১৮ রানে ৬টি উইকেট নিয়েছে আবির। ২টি উইকেট নিয়েছে সামি। জবাবে ব্যাট করতে নামা সিএস স্পোর্টস একাডেমি ১৮.২ ওভারে ৬ উইকেটে ৮৬ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা হতে পারেনি। ফলে সিএস স্পোর্টস একাডেমি ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের পক্ষে প্রথম তিনজন ব্যাটার আউট হয়েছে শূন্য রানে। চতুর্থ ব্যাটারাউট হয় ১ রানে। মাঝখানে আবির ৩৬ রান করে থাকে অপরাজিত। এছাড়া ৪২ বলে ৩২ রান করে সামি। পরের দুই ব্যাটার করেছে যথাক্রমে ৬ ও ০ রান। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির পক্ষে ৯ রানে ৩টি উইকেট নিয়েছে মেহরাজ। ২৪ রানে ২টি উইকেট নিয়েছে নাহিয়ান। একটি উইকেট নিয়েছে আফনান।