ইয়াবা নিয়ে বিমানে উঠার আগে ধরা

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমান বন্দরে ফ্লাইট ধরতে এসে ইয়াববাসহ ধরা পড়েন টেকনাফের এক দম্পতি। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে ১৪শ পিস ইয়াবাসহ ওই দম্পতিকে কক্সবাজার বিমান বন্দর থেকে আটক করা হয়। তারা হলেন টেকনাফের পুরাতন পল্লব পাড়ার বাসিন্দা আবদুল আমিন (৩৫) ও তার স্ত্রী মিম আকতার (২৫)। এক শিশুসহ তারা ঢাকায় যেতে বিমান বন্দরে এসেছিলেন ফ্লাইট ধরতে। ওই সময় বিমানবন্দরের প্রথম গেটের স্ক্যানারে লাগেজের ভিতর থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করে ওই দম্পতিকে আটক করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৪টায় ঐ দম্পতি টেকনাফ থেকে কক্সবাজার বিমান বন্দরে ইউএস বাংলা ফ্লাইট ধরতে আসেন। ফ্লাইট ধরার আগেই চেকপোস্টের তল্লাশিতে ধরা পড়েন তারা। তারা ওই বিমানের ইউএস বাংলা বিএস১৫০ নম্বর সিট বুকিং করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচবির সেই শিক্ষককে একাডেমিক কাজ থেকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৯৯৯ কোটি ১৭ হাজার ৬২৩ টাকা কর আদায়