ইয়াবা উদ্ধার মামলায় কাভার্ডভ্যান মালিকের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ৮৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় রফিকুল ইসলাম নামে এক কাভার্ডভ্যান মালিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় ঘোষণা করেন। এ সময় রফিকুল ইসলাম কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ দৈনিক আজাদীকে বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। রায়ে মামলার অপর তিনজন আসামিকে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় ২০১৯ সালের ৬ মার্চ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে চালকের আসনের নিচ থেকে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় কাভার্ডভ্যান মালিকসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার এজাহারে বলা হয়, কঙবাজারের রামু থেকে আসামিরা বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো নিয়ে আসেন। আদালত সূত্র জানায়, মামলাটির তদন্ত শেষে চার্জশিট দাখিলের পর ২০২২ সালের ১১ মে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসুখী সমৃদ্ধশালী ইনসাফপূর্ণ দেশ গঠনে হাতে হাত ধরে এগিয়ে যাই
পরবর্তী নিবন্ধআব্দুল হাকিম