ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও দুই সহযোগি আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ১:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের রামু থানার ওয়ারলেস অপারেটরসহ (কনস্টেবল) তিনজনকে ইয়াবাসহ আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১৬ এপ্রিল) কক্সবাজার জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (১৫এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

সিরাজুল মোস্তফা জানিয়েছেন- পুলিশ সদস্য জাহিদুল ইসলাম মন্ডলপাড়া গ্রামে ভাড়া বাসায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে সামনে পার্কিং করা প্রাইভেটকার থেকে ৭ হাজার ৫০০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা বিভাগীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো এবং কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই তারা অপরাধীকে আইনের আওতায় আনার জন্য।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বাসের ধাক্কায় টমটম যাত্রী নিহত
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু