ইমোতে ‘সিক্রেট চ্যাট’ ফিচার

| সোমবার , ১০ মে, ২০২১ at ৪:৪৯ পূর্বাহ্ণ

ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দিতে ‘সিক্রেট চ্যাট’ নামে একটি নতুন ফিচার এনেছে মেসেজিং অ্যাপ ইমো। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট সেশন থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কথোপকথন মুছে যাবে। তথ্যের সুরক্ষার জন্যই নতুন ফিচারটি এনেছে ইমো। ইমোর নতুন ফিচারের গুরুত্বপূর্ণ দিক হলো ডেসিমিনেশন ফাংশন। এর অধীনে কারও ব্যক্তিগত কথোপকথন কপি, ফরওয়ার্ড, শেয়ার বা ডাউনলোড করা যাবে না। এমনকি স্ক্রিন ভিডিও ধারণও করার সুযোগ নেই। ফলে ব্যবহারকারীরা ইমোতে একে অন্যের সঙ্গে নিরাপদে কথা বলতে পারবেন। মেসেজিং অ্যাপটি বলেছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তায় কাজ করবে ‘সিক্রেট চ্যাট’ ফিচার। এতে সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ইমো আরও বলেছে, ব্যবহারকারীদের আস্থা অর্জনের জন্য তারা আরও ফিচার আনার কাজ করে চলেছে। উল্লেখ্য, বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৫ কোটি ব্যবহারকারী ইমোর মাধ্যমে ফ্রি-কল, ভিডিও ও ছবি শেয়ার করেন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে গ্লোবাল ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্ল্যাটফর্মের এক সমীক্ষায় দেখা গেছে, কেবল গত বছরে ইমো’র মাধ্যমে ৯৬ বিলিয়ন বা ৯৬০০ কোটি বার্তা আদান-প্রদান হয়েছে এবং ২৬ বিলিয়ন বা ২৬০০ কোটি অডিও ও ভিডিও কল করা হয়েছে। এ পরিসংখ্যানের মাধ্যমে স্পষ্টভাবেই বোঝা যায় যোগাযোগের প্রয়োজনে আরও বেশি সংখ্যক মানুষ ইমো’র ওপর নির্ভর করছে। সম্প্রতি চালু করা ইমো’র ‘সিক্রেট চ্যাট’ ফিচারটি ব্যবহারকারীদের এখন একে অপরের সাথে আরও সুরক্ষিতভাবে যোগাযোগের সুযোগ করে দিবে।

পূর্ববর্তী নিবন্ধফিল্ডিংয়ের ত্রুটি সারাতে মনোযোগী টাইগাররা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৬.৩৬ কোটি টাকা