তিনবছর পর দেশে আসবে বলে স্ত্রী, সন্তানসহ স্বজনদের জন্য করেছেন অনেক কেনাকাটা। পৌঁছেছেন বিমানবন্দরে। ইমিগ্রেশনও শেষ হয়েছে। শুধুমাত্র বিমানে উঠা বাকি। ঠিক ওই মুহুর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক সৌদি প্রবাসী। তার নাম মো. জয়নাল আবেদীন (৪৫)। তিনি সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির হাজী মরহুম আশরাফ আলী সিকদারের পুত্র। নিহতের বড় ভাই মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার বলেন, আমার ছোট ভাই জয়নাল সৌদি আরবের মদিনায় বোরকার ব্যবসা করতেন। তিন বছর আগে সে শেষবার দেশে এসেছিল। গত মঙ্গলবার দেশে আসার উদ্দেশে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে বিমানের অপেক্ষায় ছিল। ওইদিন সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় হঠাৎ হৃদ রোগে আক্রান্ত হলে তাকে বাদশা ফরহাদ হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত ১টার সময় আমরা তার মৃত্যুর সংবাদ জানতে পারি। পরিবারে সচ্ছলতা আনার লক্ষে ২২ বছর আগে সৌদি আরব পাড়ি দেয় জয়নাল। পারিবারিক জীবনে সে বিবাহিত। তার স্ত্রী ও ২ পুত্র সন্তান রয়েছে।
মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম উদ্দীন চৌধুরী জানান, আমার এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মো. জয়নাল আবেদীন দেশে আসার জন্য বিমানের জন্য জেদ্দা বিমানবন্দরে অপেক্ষা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার এ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।