ইমাম হুসাইন (আ.) স্মরণে জশনে মিলাদ অনুষ্ঠিত

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে সত্য ও ন্যায়ের প্রতীক ইমাম হুসাইন (.) স্মরণে হুসাইন (.) হালিশহর ট্রাস্ট ইমামবাড়াতে জশনে মিলাদ গত রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ২০০ জন পুরুষ, নারী ও শিশু উপস্থিত ছিলেন। যারা ইমাম হুসাইন (.)-এর জীবন ও শিক্ষাকে স্মরণ করতে একত্রিত হয়েছিলেন। এতে প্রধান আলোচক ছিরেন সৈয়দ ফিরোজ আলী আবেদী। তিনি ইমাম হুসাইন (.)-এর সত্যের পথে অবিচল থাকার দৃষ্টান্ত তুলে ধরেন এবং মানবতার জন্য তাঁর পথনির্দেশনার গুরুত্ব ব্যাখ্যা করেন। ট্রাস্টের প্রতিনিধি মেহেদী হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, হুসাইন (.) হলেন মানবতার প্রতীক। অনুষ্ঠানের আরেক আলোচক শাহজাহান আলী (মাইজভাণ্ডারী) পবিত্র কুরআন থেকে উদ্ধৃতি দিয়ে সত্যের পথে থাকার গুরুত্ব তুলে ধরেন এবং বলেন যে ইমাম হুসাইন (.) সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত মোমিনরা হামদ, নাত ও মনক্ববাত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি, ঐক্য ও ইমাম হুসাইন (.)-এর শিক্ষার প্রসারের জন্য বিশেষ দোয়া করা হয়। এটি ছিল এক অনুপ্রেরণামূলক ও হৃদয়স্পর্শী সমাবেশ, যেখানে সত্য, ন্যায় ও মানবতার শিক্ষা নতুনভাবে প্রতিফলিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদিশেহারা ছাত্র সমাজের হাল ধরতে আলোর মশাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির
পরবর্তী নিবন্ধ‘সাবেক চবিয়ানরা দেশের উন্নয়নে অবদান রাখছে’