রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খাঁন ফাযেলে ব্রেলভী (রহ.) এর ১০৭তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কন্ফারেন্সে বক্তারা বলেন, আ’লা হজরত ইমাম আহমদ রেজা খান ফাজেল ব্রেলভী (রহ.) শুধু একজন আলেম তথা ইসলামি শিক্ষায় পন্ডিত ছিলেন না, ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, ইতিহাসবিদ, ভুগোলবিদ, তার্কিক ও ইসলামি আইনবিদ। গতকাল শনিবার বিকেলে মুরাদপুর এলজিইডি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রজভীয়া নূরীয়া কমিটির কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ মাছুমুর রশিদ, মিনহাজ উদ্দিন সিদ্দিকী এবং আয়ুব তাহেরীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)।
প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা মঈন উদ্দিন আশরাফী (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাতের মজলিসে শুরা সদস্য আল্লামা মুফতি অছিয়র রহমান আলকাদেরী। আ’লা হযরত কন্ফারেন্সে উদ্বোধক ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী। আ’লা হযরতের জীবনীর উপর আলোচনা করেন আল্লামা কাযী মুদাচ্ছির হাশেমী, আল্লামা আতাউল মোস্তাফা, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী, অধ্যক্ষ আল্লামা হাসান রেযা, আল্লামা ইনুচ রেজভী, চবি সহকারী অধ্যাপক কাউছার হামিদ, আল্লামা আবুল হাসান রেজভী, মাওলানা হাসান আযহারী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মাহবুবুল হক নূরে বাংলা, মাওলানা গোলাম রাব্বানী কাসেমী, মাওলানা এনাম রেযা, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা নাসিরুদ্দিন আলবানী, মাওলানা জাহেদুল ইসলাম, মাওলানা মঈনুদ্দিন খান মামুন, মাওলানা মুখতার রেজভী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব। উপস্থিত ছিলেন আবু ছালেহ আঙ্গুর, মুহাম্মদ মিয়া জুনায়েদ, মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, কুতুবউদ্দিন শাহ নূরী, মুহাম্মদ আবুল হাসান, মাওলানা আবুন নুর মুহাম্মদ হাস্সান নূরী, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা আব্দুল কাদের রেজভী, মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নূরী, মুহাম্মদ আবু হানিফ রিপন, মাওলানা সালামত রেযা কাদেরী, মুহাম্মদ আলমগীর, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ আমানউল্লাহ, মুহাম্মদ সাইফুল ইসলাম, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মাস্টার মুহাম্মদ মাহফুজ, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মাওলানা আনোয়ার রেযা, মুহাম্মদ করিম মিয়া, মুহাম্মদ কাউছার প্রমুখ। বক্তারা বলেন, আলা হজরতের বহুমূখী জ্ঞান–সাধনার লিখনী তত্ত্ব ও বক্তব্যগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। এজন্য ব্যাপক গবেষণা ও আলোচনার প্রয়োজন। বিশ্বেও আশিটি দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে গবেষণা হচ্ছে, বাংলাদেশের সাধারণের কাছে আ’লা হজরতের লিখনী সমগ্র ও তাঁর পূণ্যময় জীবন–কর্ম বাংলায় সহজবোধ্য করে তুলে ধরা সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।