ইমরুল কায়েসের মনেই হচ্ছে না বোলাররা দীর্ঘদিন পর খেলতে নেমেছে। দুটি ম্যাচেই বোলারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করলেন এই ওপেনার। দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে ইমরুল কৃতিত্ব দেন বোলারদের। ‘সাধারণত যেটা হয়, এরকম একটা বিরতির পরে প্রত্যেক ক্রিকেটার প্রথম দুইটা ম্যাচে একটু ক্যাজুয়াল বা নার্ভাস থাকে ব্যাটিং-বোলিংয়ে। কিন্তু আমার মনে হয়, সবাই নিজের কাজটা যথাযথভাবে করেছে এই বিরতিতে। বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বোলার শতভাগ এফোর্ট ও ছন্দে বোলিং করেছে। মনেই হয়নি যে আসলে তারা ক্রিকেটের বাইরে ছিল।’ ‘প্রফেশনালি প্রত্যেকটা ক্রিকেটারই সিরিয়াস হয়েছে, যেটা আমদের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা চেষ্টা করেছে উইকেটে থেকে রান করার। সহজে রান করতে পারেনি, বোলাররা সহজে রান করতে দেয়নি, কষ্ট করেই রান করতে হয়েছে।’ ইমরুল নিজে প্রথম ম্যাচে তাসকিনের বলে আউট হয়েছিলেন ৭ রানে। সোমবারও তিনি ফিরেছেন তাসকিনের বলে, তবে এ দিন করতে পেরেছেন ৬০ রান।