ইমরান খানের স্ত্রীর অনুরোধে তাকে কারাগারে পাঠাল আদালত

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

আর গৃহবন্দি থাকতে চান না। তাই আদালতের কাছে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। আদালত তার আবেদন মঞ্জুর করেছে এবং বুশরা বিবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। পাকিস্তান সরকারের নির্দেশে এতদিন বুশরাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ইসলামাবাদ হাইকোর্টের কাছে করা এক পিটিশনে বুশরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ তার গোপনীয়তা লঙ্ঘন করছে এবং গৃহবন্দি অবস্থায় তাকে বিষ মেশানো খাবার পরিবেশন করা হচ্ছে। খবর বিডিনিউজের।

তোষাখানা মামলায় গত জানুয়ারিতে ইমরানের পাশাপাশি তার স্ত্রী বুশরাও দোষীসাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তবে সরকারের নির্দেশে বুশরাকে কারাগারে না পাঠিয়ে ইসলামাবাদে ইমরানের হিলটপ ম্যানসনের একটি কক্ষে গৃহবন্দি করা হয়। বুশরা ও তার আইনজীবীর দাবি, সেখানে নিরাপত্তাকর্মী এবং কারাগার থেকে তারজন্য যে কর্মীদের পাঠানো হয়েছে তাদের বেশিরভাগই পুরুষ। তাই তিনি আদালতের কাছে তাকে কারাগারে স্থানান্তরের অনুরোধ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত