ইমরান খানের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

তেহরিকইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। কোন অভিযোগে নির্বাচন কমিশন আদেশ জারি করেছে এবং এই পরোয়ানা নিয়ে পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতে যাবে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। সোমবার জিও নিউজ এ খবর দিলেও তারা তাদের সূত্র প্রকাশ করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

জনপ্রিয় ক্রিকেটার থেকে প্রভাবশালী রাজনীতিকে পরিণত হওয়া ইমরান গত বছর আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। তারপর থেকে একের পর এক আইনি ঝামেলার মুখোমুখি হচ্ছেন তিনি। মে মাসে এক দুর্নীতির মামলায় ইমরানকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের কর্তৃপক্ষ। তখন এ নিয়ে দেশজুড়ে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়েছিল। তবে কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্তি পান, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ নতুন নতুন অভিযোগে মামলা হতে থাকে। পুলিশ এক আইনজীবী খুনের মামলায়ও তাকে জড়িয়েছে। নিহত ওই আইনজীবী ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে চেয়েছিলেন। গত সপ্তাহে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দাপ্তরিক গোপনীয়তা প্রকাশের অভিযোগে সরকার ইমরান খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করবে। অভিযোগটি ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক বার্তা সংক্রান্ত বলে জানা গেছে। ইমরান বলেছেন, তিনি প্রায় দেড়শটি মামলার মুখোমুখি হয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা।

পূর্ববর্তী নিবন্ধগ্রেটা থুনবার্গকে বিক্ষোভ থেকে সরিয়ে দিল পুলিশ
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়া ভ্রমণে ব্যাগ হারিয়েছেন হাথুরুসিংহে