ইমন হত্যার হোতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল শনিবার সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সম্মুখে প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ সঞ্চালনা করেন মায়মুন উদ্দীম মামুন এবং সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন পলাশ। মানববন্ধনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন, তানভীর সালাম। সংহতি জানিয়ে বক্তব্য দেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইমন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। ইমন হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে বলে হুঁশিয়ারি জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ও মহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।