পাহাড়তলী ইউনিয়নে প্রয়াত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহীমের স্মরণসভা ও পরিবারের পক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, মরহুম ইব্রাহিম চেয়ারম্যান প্রকৃত অর্থে একজন খাঁটি ধার্মিক ও ভাল মানুষ ছিলেন।
তিনি সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে মানুষকে সেবা দিয়ে গেছেন। এখন চেয়ারম্যান রোকন তার পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার পাহাড়তলী বদুপাড়া মাদরাসা মাঠে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান রোকন উদ্দিন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবী প্রমুখ।