ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু

| সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সমপ্রদায়কে ক্ষমতায়ন ও অনুপ্রাণিত করতে, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশের শীর্ষস্থানীয় বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান একটি উদ্ভাবনী ‘ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি প্রচার করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স মিচেল লি এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার, ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রামের উদ্বোধন করেন।

ইবিএল ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রামটি তরুণদের অনুপ্রাণিত করা এবং বৈশ্বিক ফ্রিল্যান্স অর্থনীতিতে সাফল্য নিশ্চিত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রোগ্রামটি চারজন প্রধান রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়ে দেয়: অনিক মাহমুদ, তানভীর সুরুজ, জুনায়েদ আমান জুনু এবং ফারজুক আহমেদ যারা সাফল্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলি অতিক্রম করার গল্প অতিথিদের সাথে ভাগ করে নেন। তারা পরবর্তী প্রজন্মের ফ্রিল্যান্সারদের পরামর্শ দেওয়ার জন্য তাদের প্রতিশ্রুতি প্রকাশ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন; এম খোরশেদ আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং; সৈয়দ জুলকার নয়ন, হেড অব বিজনেস, ইস্টার্ন ব্যাংক সহ ফ্রিল্যান্সার, শিল্পের নেতা, শিক্ষাবিদ এবং তরুণ পেশাজীবীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধচন্দনাইশে শুক্লাম্বর দীঘির পুণ্যস্নান ও মেলা উদ্‌যাপন পরিষদ গঠন