ইবিআরসিতে রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ কুচকাওয়াজ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি)-এ বাংলাদেশ সেনাবাহিনীর রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন করেন। সুশৃঙ্খল এ কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুটদের সর্বমোট ১২টি কন্টিনজেন্ট অংশ নেয় এবং রিক্রুট ব্যাচ ২০২০-২ এর ১,৪২৮ জন রিক্রুট শপথ গ্রহণ করেন। সব বিষয়ে চৌকস নৈপূণ্য প্রদর্শনের জন্য রিক্রুট মোঃ হাসিবুল হাসান শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। প্রধান অতিথি শ্রেষ্ঠ রিক্রুটসহ অন্যদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল এস এম শফি উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রিক্রুট ব্যাচ ২০২০-২ এর সকল নবীন সৈনিক তথা ইবিআরসি’র সকল সেনাসদস্যকে স্বীয় কর্তব্য পালনে অবিচল থাকার উপদেশ দেন। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন, কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি, কমান্ড্যান্ট, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার এবং সেন্টারের সকল অফিসার, জেসিও, এনসিও এবং অন্যান্য পদবীর কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ