নগরীর ৩৮ নং ওয়ার্ডের আলী সওদাগর বাড়ি নিবাসী মো. জাবেদ ইকবালের পক্ষ হতে চট্টগ্রামবাসীর জন্য ভালোবাসার উপহারস্বরূপ ২০ হাজার পরিবারের ইতফার সামগ্রী বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। মো. জাবেদ ইকবাল করোনা সংক্রমণ বৃদ্ধির কথা চিন্তা করে নিজস্ব লোক দিয়ে সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন, মো. পারভেজ ইকবালসহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি।