ইপিজেড এলাকায় হাইজিন কিটস বিতরণ

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

ইউনিসেফের সহযোগিতায় ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইপিজেডপতেঙ্গা এলাকায় হাইজিন কিটস বিতরণ সম্পন্ন হয়েছে।

সিটি কর্পোরেশনের ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড এলাকায় ৩০০ জন কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ কর্মসূচি স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণের উদ্বোধন করেন ইউনিসেফের চট্টগ্রাম জেলার ওয়াশ অফিসার সাফিনা নাজনীন। প্রধান অতিথি বলেন, হাইজিন হল পরিচ্ছন্নতা, স্যানিটেশন, জীবাণুমুক্তকরণ ও স্বাস্থ্যবিধির প্রতিশব্দ। হাইজিন হল ব্যক্তিগত অভ্যাস যেমনগোসল করা, হাত ধোয়া, নখ কাটা এবং কাপড় ধোয়া, বাথরুমসহ, বাড়িতে এবং কর্মক্ষেত্রে পরিষ্কার রাখা। স্বাস্থ্য বিধি মেনে চললে আমাদের পক্ষে সংক্রামক রোগের বিস্তার রোধ করা সম্ভব। সভাপতি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা শিশুদের বিশেষ করে কিশোরী বয়সের সন্তানদের জন্য অপরিহার্য। তিনি এই ধরনের সহযোগিতার জন্য ইউনিসেফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা বখতিয়ার আলম, প্রশিকা কর্মকর্তা অজয় কুমার মিত্র, মো: ইউছুপ মিয়া, আব্দুল আজীজ, হাজী ইদ্রিস, এডভোকেট মো: হেফাজ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিডিআর বিদ্রোহ নিয়ে রিজভীর বক্তব্য পাগলের প্রলাপ : হাছান
পরবর্তী নিবন্ধখেলাঘর চট্টগ্রাম মহানগরের প্রতিনিধি সভা