নগরীর ইপিজেড এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় লেমন চাকমা (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় ইপিজেডের ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আব্দুল ইমন (২০) ও মুরেল চাকমা (২৪)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, দুপুরে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তিন শ্রমিক গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা গেলেও চালক এখনো পলাতক।