ইপিজেডে লরির ধাক্কায় বাইক আরোহী কলেজ ছাত্রের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তামিম (২৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। গত রবিবার বিকেল ৪টার দিকে ইপিজেড সংলগ্ন ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তামিম বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চাপাছড়ি সৈয়দ জুম্মুুন মিয়াজির বাড়ির বাসিন্দা সৈয়দ নেজাম উদ্দীনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে করে সমুদ্র সৈকতের দিকে যাওয়ার পথে একটি লরির ধাক্কায় হঠাৎ তামিম রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে গাড়িটি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাইকচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজারচড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ও ইউপি সদস্য মনজুরুল ইসলাম জানান, মোহাম্মদ তামিম বিকালের দিকে বন্ধুদের সাথে মোটরসাইকেল চালিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাচ্ছিল। সিইপিজেড থানার মাইলের মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওইদিন রাতে তার লাশ বাঁশখালী গ্রামের বাড়িতে নেয়া হয়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে পিতা সৈয়দ নেজাম উদ্দীন স্ট্রোক করেছে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ দুই-তৃতীয়াংশ কর্মক্ষম : ইউএনএফপিএ