ইপিজেডে পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

ইপিজেডে কর্মরত বিভিন্ন শ্রমজীবীদের নিয়ে আন্তঃ পার্ক বাংলা টিটেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে। ৩৯নং ওয়ার্ডস্থ সিডিএ বালুর মাঠে প্রথম ম্যাচে কোয়ালিটি ইয়ং বয়েজ ১৩ রানে শক্তিশালী মেকানিক সুপার কিংসকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠেছে। এই ম্যাচে অলরাউন্ডার নৈপুণ্যে প্রদর্শন করে জয়ী দলের মো. সাব্বির রহমান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করে। দিনের ২ খেলায় সহজ জয়লাভ করেছে কাটিং একাদশ। তারা বিএফ সোল্ডার দলকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উঠে যায়। এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ জয়ী দলের সাদ্দাম হোসেন। এর আগে শুক্রবার সকালে বেলুন উড়িয়ে পার্ক বাংলা টিটেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন) বাবুল আল হেলাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম, উদ্বোধক অতিথি ছিলেন দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, অতিথি ছিলেন, মো. কবির হোসেন, মো. ফারুখজ্জামান আলভি, মো. শফিকুল ইসলাম, টুর্নামেন্ট আয়োজক কমিটির সমন্বয়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. রাজন, সদস্য সচিব মো. মহসিন, সদস্য মো. মুজিব, মো. আতিক, মো. হাসিব, তানভীর, ইকবাল হোসেন প্রমুখ। খেলার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হালিম, মো. মনির ও রাজন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে এইটবল পুল এন্ড স্নুকারে চ্যাম্পিয়ন আয়াজ, রানার আপ নাফি
পরবর্তী নিবন্ধইউরোপীয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে