ইপিজেডে ঢেউটিন ধরতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | বুধবার , ২২ মে, ২০২৪ at ১:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর আকমল আলী রোডের ইসমাইল সুকানি স্কুল সংলগ্ন হাজী ইউসুফ মঞ্জিলের পাশে পরিত্যক্ত বাড়ি থেকে আজ বুধবার সকালে সুমন প্রকাশ রামু (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ইপিজেড থানা পুলিশ

পুলিশ জানায়, সকালে আকমল আলী রোড থেকে ফোনে একজন থানায় খবর দেন- অজ্ঞাত একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত সুমন বন্দরটিলার বাসিন্দা। সে বোতল প্লাস্টিক কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করত।

আজ বুধবার ভাঙ্গারির দোকানে বিক্রির উদ্দেশ্যে আকমল আলী সড়কের হাজী ইউসুফ বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় জং ধরা একটি ঢেউটিন টান দিলে পাশে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে মুহূর্তে মৃত্যুবরণ করেন তিনি। নিহতের পরনে খয়রি রঙের থ্রি কোয়াটার প্যান্ট, গায়ে কালো রঙের গেঞ্জি ও অল্প দাড়ি ও হাতে একটি ব্যাচ লাইট আছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার মার্কেট
পরবর্তী নিবন্ধফ্রিল্যান্সিং এর জন্য সঠিক কম্পিউটার নির্বাচন