ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন

| বুধবার , ৩১ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি কারখানায় ১৬ অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লেগেছে। আগুনের তীব্রতায় ভবনের সাততলার একাংশ ধসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী।

ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।ইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানে এ আগুন লাগে।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন ওসমান হাদি
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব ফেরত পেল চসিক