নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ এলাকার মোশন কমপ্লেক্সের পঞ্চম তলার সাজ ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। সম্পদের ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনই কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
তদন্ত পরবর্তী বিস্তারিত জানানো হবে উল্লেখ করে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক লিটন দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ৬টি, পরে আরো ৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নয়।