ইন্দ্রিরা গান্ধীকে বিজয় মেলা পরিষদের শ্রদ্ধা

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর। এই স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধী। এ দিনটি উপলক্ষে ইন্দ্রিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম বিজয় মেলা পরিষদ পরিষদ । গতকাল রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান এ দেশের মানুষ আজীবন স্মরণ রাখবেন। আরও উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদিউল আলম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আরিফুর রহমান, জহির রায়হান অভি, মো. বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযে আশায় ক্ষমতা ত্যাগ করেছিলেন এরশাদ তা আজও পূরণ হয়নি
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সাড়ে চার বছরের শিশু ধর্ষণে যুবক গ্রেপ্তার