ইন্দোনেশিয়ায় খ্রিস্টান এক মেয়েকে তার স্কুল কর্তৃপক্ষ জোর করে হিজাব পরতে বাধ্য করার চেষ্টা করেছিল। এ ঘটনা অনলাইনে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে বিতর্ক শুরু হয়। যার জেরে দেশটির সরকার স্কুলে ধর্মীয় পোশাক পরা নিয়ে জোর জবরদস্তি নিষিদ্ধ ঘোষণা করেছে। গতকাল শুক্রবার বিবিসি জানায়, গত বুধবার ওই নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি ডিক্রি সই হয়। ডিক্রিতে সরকার ইন্দোনেশিয়ার স্কুল কর্তৃপক্ষকে নিজ নিজ স্কুল থেকে সব ধরনের কট্টর নিয়ম তুলে নিতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে। যেসব স্কুল সরকারের আদেশ মানবে না তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। খ্রিস্টান ওই মেয়েটি যে স্কুলে লেখাপড়া করে সেখানে ছাত্রীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ইন্দোনেশিয়ার শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী নাদিম মাকারিম বলেন, কেউ তার নিজের পছন্দ অনুযায়ী ধর্মীয় পোশাক পরতেই পারেন। এটা তার ব্যক্তিগত অধিকার…কোনোভাবেই স্কুল এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না। মুসলমান অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় অন্য ধর্মের মানুষদেরও সরকারিভাবে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়া হয়। কিন্তু ইদানীংকালে দেশেটিতে ধর্মীয় চরমপন্থার উত্থান ঘটছে।