ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শিক্ষাসফর শেষে ফেরার পথে বাস খাদে পড়ে গেলে ২৭ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির তল্লাশি ও উদ্ধার সংস্থা জানায়, পশ্চিম জাভা প্রদেশের সুমেডাং শহরের কাছে বুধবার রাতে একটি এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারান, এতে বাসটি পার্শ্ববর্তী নালায় পড়ে যায়। খবর বিডিনিউজের।
পরিবহন মন্ত্রণালয় জানায়, বাসটিতে একটি নিম্নমাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা ও তাদের কয়েকজন অভিভাবক ছিলেন, তাদের মধ্যে ৩৯ জন রক্ষা পেয়েছেন। গণমাধ্যমে আসা ছবিতে বাসটিকে উল্টানো অবস্থায় ও উদ্ধার কর্মীদের হতাহতদের খোঁজার চেষ্টা করতে দেখা গেছে। পরে উদ্ধার ও তল্লাশি সংস্থার স্থানীয় কর্মকর্তা সুপ্রিয়োনো জানান, উদ্ধারকারজ শেষ হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।