জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। গতকাল দেশটির পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা একথা জানিয়েছেন। পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে বিলটি আইনে পরিণত হওয়ার পর মনোয়ারফা বলেন, নতুন রাজধানীটি জাতির পরিচয়ের প্রতীক এবং এর একটি কেন্দ্রীয় ভূমিকা রয়েছে, পাশাপাশি এটি অর্থনৈতিক কেন্দ্রও। নতুন রাজধানীর নাম হবে ‘নুসানতারা’। এটি ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের একটি আদি জাভানীয় নাম যা প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন রাজধানীর নাম হিসেবে সাব্যস্ত করেছেন। খবর বিডিনিউজের।
২০১৯ সালে প্রথম প্রেসিডেন্ট উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন, কিন্তু মহামারীর কারণে এই পরিকল্পনার অগ্রগতি থমকে যায়। জাকার্তা এক কোটি লোকের একটি ব্যস্ত মেগাসিটি। বায়ু দূষণ, দীর্ঘস্থায়ী যানজট, বন্যায় জীর্ণ শহরটি থেকে রাজধানী সরিয়ে নেওয়ার কথা এর আগে অনেক প্রেসিডেন্টই বলেছিলেন কিন্তু তারা কেউ এতদূর অগ্রসর হতে পারেননি। ‘রাষ্ট্রের রাজধানী আইন’ দ্বারা উইদোদোর উচ্চাভিলাষী ৩ হাজার ২০০ কোটি ডলারের মেগা প্রকল্পের একটি আইনি কাঠামো তৈরি হল।