ইন্দিরা গান্ধীকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করল বিজয় মেলা পরিষদ

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

মহান মুক্তিযুদ্ধে মুক্তির সংগ্রামে লিপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে বন্ধু প্রতিম ভারত সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল ৬ ডিসেম্বর। ভারতের লোকসভার যুক্ত অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বীকৃতি ঘোষণা করেন। এই মহিয়সি নারী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলেন। ভারতীয় বাহিনী এবং মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথকমান্ডের মাধ্যমে হানাদার পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।
ফলে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পন করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এই বিশেষ দিনটি মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করেন এবং ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এই লক্ষে গতকাল সোমবার ১১টার সময় এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাক্তার সরফরাজ খান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, এস.এম সাঈদ সুমন, বাবু প্রদীপ খাস্তগীর, নুরুল আলম চৌধুরী, সৈয়দ রবিউল হাসনাত রবিন, শেখ বশির আহমেদ, নীরব হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠান
পরবর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষায় তৃণমূল স্তরের নেতৃত্বকেই দায়িত্ব পালন করতে হবে