ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে : অর্থ প্রতিমন্ত্রী

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তর সংস্থার ইনোভেশন জনগণের স্মার্ট আর্থিক সেবা নিশ্চিত করবে। তিনি বলেন, পনের বছর আগেও দপ্তর সংস্থা ইনোভেশন চিন্তাও করতে পারতো না। আজ এতোগুলো ইনোভেশন সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে। আর্থিক প্রতিষ্ঠানের প্রতিটি উদ্যোগই চমৎকার। এখন আমাদের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। যারা আমাদের গ্রাহক, তাদের সেবা প্রদান আমাদের উদ্ভাবনের লক্ষ। তিনি গতকাল মঙ্গলবার সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দপ্তরসংস্থার অংশগ্রহণে ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) ও শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন চিফ ইনোভেশন অফিসার অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুটপাত দখল করে লোহার সিঁড়ি স্থাপন, ভবন মালিককে জরিমানা
পরবর্তী নিবন্ধইনোভেশন ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর