ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের ৪০ বছর পূর্তি উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে গত ১৮ জুন সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু হলে উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান, ইনার হুইল অব ডিস্ট্রিক্ট–৩৪৫ এর প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল। প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অব ইনার হুইল ক্লাব অব ডিস্ট্রিক্ট ৩৪৫ ডা. মল্লিকা বিশ্বাস। তিনি বলেন, ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ গত ১০ বছরে স্বর্ণ দুয়ারের সন্ধান দিয়েছে। এ সংগঠন গৌরবের ও সম্মানের জীবন উপহার দিতে শ্রম উৎসর্গ করে যাচ্ছে। জীবনটা আর কিছু নয় এটি উৎসর্গের। কাউকে পরাজিত করা নয় জয় করাই আনন্দ। এর মাধ্যমেই মানবজীবন ও সমাজজীবন সমৃদ্ধ হয়।
ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অব আইডব্লিউডি–৩৪৫ জাতীয় প্রতিনিধি মোহছেনা রেজা বলেন, ইনার হুইল ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত অনাথ, সুবিধাবঞ্চিত শিশু, শিক্ষা, অসহায় গরিবদের আর্থিক সহায়তা, নারীদের নানারকম প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে।
সূচনা বক্তব্য দেন ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ সভাপতি পাপড়ি আহমেদ। বক্তব্য রাখেন পিডিজি আব্দুল আউয়াল, পিডিজি আব্দুল আহাদ, আরসি আগ্রাবাদ প্রেসিডেন্ট জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান–১ শারমিন রহমান, আইডব্লিউসি আগ্রাবাদের সাধারণ সম্পাদক নাসরীন নাহার রুনা, ট্রেজারার আসমা নেওয়াজ আহমেদ, আইএসও উম্মে সারা আনিকা, ইসি মেম্বার গুলশানা আলী, ইসি মেম্বার আক্তার বানু ফ্যান্সী, আইডব্লিউসি আগ্রাবাদ সদস্য ডা. অঞ্জনা দত্ত প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আইডব্লিউসি আগ্রাবাদ সদস্য শামসুন নাহার রহমান। ইনার হুইল শপথবাক্য পাঠ করেন আগ্রাবাদ সদস্য ফারহানা মতিন লাবণী। ধন্যবাদ জ্ঞাপন করেন আগ্রাবাদ সদস্য সাহেলী আহমেদ। সঞ্চালনা করেন নাদিয়া রহমান। শুরু নৃত্য পরিবেশন করে আইডব্লিউসি সহায়তাপুষ্ট সংগঠন উপলব্ধির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্বে বিশেষ অবদান রাখায় চার্টার প্রেসিডেন্ট নাসিমা হক, আইআইডব্লিউ পাস্ট বোর্ড ডাইরেক্ট দিলরুবা আহমেদ, ইনার হুইল অব ডিস্ট্রিক্ট–৩৪৫ এর প্রাক্তন চেয়ারম্যান খালেদা আউয়াল এবং ক্লাবের বাংলাদেশের জাতীয় প্রতিনিধি মোহছেনা রেজাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, লায়ন্স জেলার সাবেক গভর্নর কামরুন মালেক, রোটা. জসীম উদ্দিন চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, আইআইডব্লিউ পাস্ট বোর্ড মেম্বার বুলবুল আলম, পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ রোজী আহাদ, পাস্ট ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ শারমিন হোসাইন, ডেপুটি ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নাইমা সাখাওয়াত, পাস্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এঞ্জেলা বৈশাখী মেন্ডেজ, ডিস্ট্রিক্ট সেক্রেটারী মুশায়েলা করিম, ডিস্ট্রিক্ট ট্রেজারার ফারাহনাজ কাইয়ুম, ডিস্ট্রিক্ট ওয়েব মাস্টার লিলি শহীদ, রোটা. ডা. তৃপ্তিতিশ চন্দ্র ঘোষ, রোটা. ইঞ্জিনিয়ার কাজী রোকনুদ্দীন আহমেদ, রোটা. ফারুক রেজা, রোটা. নোয়েল জি. মেন্ডেজ, মি. ইমতিয়াজ হোসাইন, রোটা. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, রোটা. ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দত্ত, রোটা. ইঞ্জিনিয়ার আবু ইসমাইল, রোটা. আহমেদুল হক, রোটা. ইমতিয়াজ হোসাইন সোহেল, রোটা. নাসির মোহাম্মদ, রোটা. শাহাবুদ্দিন আহমেদ, রোটা. এম এ কাইয়ুম প্রমুখ। অনুষ্ঠানে ক্লাবের ৪০ বছর পূর্তি কেক কাটা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।