‘ইনামুল হক দানু ছিলেন আপসহীন নেতা’

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

মুজিব সেনা মহানগর শাখা: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৭ম মৃত্যুবার্ষিকীতে নগরীর চকবাজার চট্টেশ্বরী রোডে মরহুমের কবরে মুজিব সেনা মহানগর শাখার উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, মুজিব সেনা মহানগর সভাপতি মাহাবুব আলম আজাদ, নগর যুবলীগ সদস্য মোজাম্মেল হোসেন নান্টু, মুজিব সেনার সাধারণ সম্পাদক সৈয়দ উমর ফারুক, সহ-সভাপতি গোলাম মোস্তাক, মাহাবুব আলম, ফসিউল আলম সমীর, ডা. জামাল হোসেন, আসলাম কামাল, ফয়সাল আমিন মানিক, কামাল উদ্দিন, সম্পাদক মণ্ডলীর সদস্য জাহিদুল ইসলাম রাইসুল, আনোয়ার হোসেন, নুরুজ্জামান লিটন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, হানিফ লিটন, মঞ্জু মেম্বার, রিপন দেব, খোকন দেবনাথ, লিটন দে, মিজানুর রহমান প্রমুখ। পুষ্প অর্পনের পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদ : কাজী ইনামুল হক দানুর ৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছে মহানগর যুব পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল, রেজওয়ানুর রহমান মুন্না, আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন তানিম, মোহাম্মদ রাকিব শাহরিয়ার, মো. হিরন, মো. ইমন, মো. সানজিদ, মো. শাকিল, মোবারক হোসেন রিয়াজ, মো. মারুফ, মো. ফয়সাল, মঈন উদ্দীন আল হাসনী, মো. রবিউল ইসলাম, মো. সুমন, মো. মেহেদী হাসান, মো. সেলিম সরকার প্রমুখ।
আমরা রাসেল পরিষদ : আমরা রাসেল পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কাজী ইনামুল হক দানুর ৭তম মৃৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল মঙ্গলবার বাদ আছর নাছিরাবাদস্থ নোয়াব আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা দেলোয়ার হোসেন এতে মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ মোহসীন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সাহেদুল আলম অপু, মহিদুল হক সুমন, হাজী নাছির উদ্দিন, জাহেদ হোসেন, মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, মুমিনুল হক জিসান, আরমান মিয়া, নাইমুর রহমান, আসিফ আকবর, মোহাম্মদ হোসেন মিয়া, আফজান হোসেন, জিহাদ হোসেন, সরফরাজ নেওয়াজ, মো. মনির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের সরকার প্রতিষ্ঠা হলে দেশে উন্নয়ন আসবে
পরবর্তী নিবন্ধগুনাগরিতে প্রশিকা উপকূল উন্নয়ন এলাকা উদ্বোধন