ইনসাফ ও মানবতার প্রতীক হযরত ইমাম হোসাইন (রা)

আন্তর্জাতিক কারবালা মাহফিলের ৫ম দিনে বক্তারা

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

জমিয়তুল ফালাহ মসজিদে আহলে বায়তে রাসূল () স্মরণে দশদিনব্যাপী ৩৯ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৫ম দিনে গতকাল ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণি সালেহী বলেছেন, নবীদৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা) ক্ষমতা পাওয়ার জন্য কারবালা ময়দানে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেননি। ক্ষমতায় আরোহণ তাঁর লক্ষ্য ছিল না। ক্ষমতার প্রলোভন প্রত্যাখ্যান করে দ্বীনের সুরক্ষার জন্য হাসিমুখে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন তিনি। তিনি যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করতেন, ক্ষমতার স্বাদ নিতে পারতেন। কিন্তু তিনি সেদিকে যাননি। ইয়াজিদি দুঃশাসন রুখে দিয়ে হক ইনসাফ ন্যায়নীতি ও মানবতার প্রতীক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন হযরত ইমাম হোসাইন (রা)। গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন হাওলা দরবার শরীফের সাজ্জাদানশিন শাহসূফি সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। প্রধান অতিথি ছিলেন, সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আল্লাহর ওলীদের সোহবতে ও সান্নিধ্যে থাকা আল্লাহকে পাওয়ার সহজ পথ। এক মুহূর্ত আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা হাজার বছর লৌকিকতাবিবর্জিত ইবাদত হতে উত্তম। ইসলামের নামে বিভ্রান্তি সৃষ্টিতে লামাযহাবিসালাফিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি মোহাম্মদ ওসমান গণি সালেহী। মাকামে মাহমুদ ও আযমতে মোস্তফা () বিষয়ে আলোচনা করেন ঢাকা নারায়ণগঞ্জের ইসলামী চিন্তাবিদ আল্লামা আব্দুল মোস্তফা আব্দুর রহিম আযহারি। আহলে বায়তে রাসূলের () শান মর্যাদা নিয়ে আলোচনা করেন জমিয়তুল ফালাহ মসজিদের সিনিয়র পেশ ইমাম আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ জালালুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন, সাজিনাজ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম, আল্লামা মোহাম্মদ আবুল হাশেম শাহ, আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুন্নবী আলকাদেরী, আল্লামা হাফেজ আহমদুল হক, মোহাম্মদ ইদ্রিস চেয়ারম্যান, আহমদুল হক, মোহাম্মদ মুসলেম উদ্দীন। কুরআন মজিদ থেকে তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। নাতে রাসুল () পেশ করেন শায়ের মোহাম্মদ মহিউদ্দীন তানভীর ও ইমরান কাদেরী। ড. আল্লামা জাফর উল্লাহর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, মোহাম্মদ খোরশেদুর রহমান, মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক, সিরাজুল মোস্তফা, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, দিলশাদ আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, আবদুল হাই মাসুম, মাওলানা আবুল হাশেম শাহ, শাহাজাদা আমানুল্লাহ আবদুল্লাহ খান, হাফেজ ছালামত উল্লাহ, এস এম সফি, ক্যাপ্টেন এনামুল হক, এএফ মোহাম্মদুর রহমান, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল ওয়াদুদ, মাহবুবুল আলম, মিলন মেহেদী, হাজী নুরুল আলম, হাফেজ মাওলানা আহমদুল হক, মাইনুদ্দিন মিঠু, শরফুদ্দীন জঙ্গী, অধ্যাপক অহিদুল আলম, আব্দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকশ বছরে এই প্রথম মিলল আস্ত ডাইনোসরের জীবাশ্ম
পরবর্তী নিবন্ধচকরিয়ায় পাহাড় ধসের ঝুঁকিতে ১০ হাজার পরিবার