হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্ট (ইনসানিয়াত বিপ্লব) স্টুডেন্ট ফ্রন্টের চট্টগ্রাম মহানগর প্রতিনিধি সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন হিউম্যানিটি রেডুলুশন স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় এমফিল স্টুডেন্ট রেজাউল কাওসার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এমদাদুল হক সাইফ, সম্মেলনে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ও বিশ্ববিদ্যালয় শাখার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তব্য রাখেন আরিফুল হক, আখতারুজ্জামান টিটু, গোলাম আহম্মেদ, সালমা সাফিরা, তানজিনা সুলতানা, সুমাইয়া রহমান, আলিফা নূর, সুমী আক্তার প্রমুখ। সম্মেলনে হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ভালোমন্দ সব রাজনীতির একাডেমিক চর্চা করবে এবং যার যার জীবন আদর্শ নিয়ে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে দলীয় রাজনীতির দ্বন্দ্ব সংঘাত শাখা অবিলম্বে বন্ধ করার দাবি জানান হিউম্যানিটি রেভুলুশন স্টুডেন্ট নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।