চট্টগ্রাম লালদিঘী ময়দানে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম জেলা কার্যালয়ে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম–মত–পথ–আদর্শের–সব দলের–সব মানুষের নিরাপত্তা– জীবনের স্বাধীনতা–বাকস্বাধীনতা– নাগরিকত্ব– ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি। যার ফলে অন্তর্বর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য।
ইনসানিয়ার বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দেওয়ায় আমরা এ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আতঙ্কমুক্ত–রুদ্ধতামুক্ত– বৈষম্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ জারি রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।