ইনল্যান্ড কন্টেনার ডিপোস অ্যাসোসিয়েশনের সভাপতি খলিলুর রহমান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সহসভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বিকডার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকডার সাবেক সভাপতি ও কিউএনএস কন্টেনার সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নুরুল কাইয়ুম খান শারীরিক অসুস্থাজনিত কারণে গত ১৫ জুন সভাপতি পদ হতে পদত্যাগ করেন। নুরুল কাইয়ুম খান বিকডার জন্মলগ্ন তথা ২০১০ সাল হতে প্রায় ১৫ বছরের বেশি সময় যাবত বিকডার সভাপতি পদের দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে বিকডার পূর্ববর্তী সংগঠন প্রাইভেট ইনল্যান্ড কন্টেইনার ডিপোওনার্স এসোসিয়েশনের (পিকডা) সাধারণ সম্পাদক পদেও নুরুল কাইয়ুম খান দায়িত্ব পালন করেন।

গতকাল বেসরকারী ইনল্যান্ড কন্টেনার ডিপোসমূহ তথা আইসিডিসমূহের সংগঠন বিকডার এক সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যগণের তথা বিকডার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে খলিলুর রহমান বিকডার সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন কেডিএস লজিস্টিকস লিমিটেডএর চেয়ারম্যান খলিলুর রহমান, সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জওহর রিজভী, বিএম কন্টেনার ডিপো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ হোসেন, ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেসএর ব্যবস্থাপনা পরিচালক ইমরান ফাহিম নূর, গোল্ডেন কন্টেনারস লিমিটেডের পরিচালক বেনজীর চৌধুরী নিশান, ইস্পাহানি সামিট এলাইয়েন্স টার্মিনালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসের রিজভী, সফি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফজলুল হক, সামিট এলাইয়েন্স পোর্ট লিমিটেডের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার, ইনকনট্রেইড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহসিন সরকার, নেমসান কন্টেনার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ মোহাম্মদ আলী চৌধুরী, এংকোরেজ কন্টেনার ডিপো লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক আরশাদুল আমিন চৌধুরী, বেলিংক কন্টেনারস লিমিটেডের প্রকল্প পরিচালক সলিমুল্লাহ খান ও বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার।

উল্লেখ্য, খলিলুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং অদ্যবধি তিনি এই চেম্বারের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের অন্যতম বৃহত্তম বেসরকারী আইসিডি কেডিএস লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার থেকে সেরে ওঠা, যে অভিজ্ঞতার কথা জানালেন প্রিন্সেস কেট
পরবর্তী নিবন্ধএনবিআরে আন্দোলন : এবার তিন সদস্য ও এক কমিশনার অবসরে