ইট-বালি দিয়ে রাস্তার গর্ত ভরাট করল ভিবিডি

| মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০০ পূর্বাহ্ণ

কালুরঘাট ব্রিজের পূর্বপাড় থেকে বোয়ালখালীর দিকে প্রায় ৫০০ গজ রাস্তা গর্ত হয়ে দীর্ঘদিন গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে চরম ভোগান্তি পোহাতে হয় চালক ও যাত্রীদের। সামাজিক সংগঠন ‘মার্সেই ইয়ুনিভার্স’ এর অর্থায়নে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা রাস্তাটি সংস্কারের উদ্দেশ্যে ‘যাত্রা হোক নিরাপদ’ নামে প্রজেক্ট হাতে নেয়। ভিবিডির স্বেচ্ছাসেবীরা কংক্রিট ও বালির সংমিশ্রণ করে রাস্তার গর্তগুলো ভরাট করে কিছুটা উঁচু করে রোলের প্রলেপ দিয়ে দেয়।
এর ফলে রাস্তাটি গাড়ি চলাচলের উপযোগী হয়ে উঠে। ভিবিডির প্রত্যাশা- কর্তৃপক্ষ রাস্তাটি আরো উঁচু করে খুব দ্রুত সংস্কার করবে এবং এ রাস্তায় যেনো পানি না জমে সেদিকে সবাই লক্ষ্য রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিচার বিভাগীয় কর্মচারীদের ৪০ লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধকরোনাকালে শিশুর অন্ধত্ব ও মৃত্যু প্রতিরোধে কর্মপরিকল্পনা