আজ মঙ্গলবার কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের পিতা ৫২’র ভাষা আন্দোলনের কর্মী ও মুক্তিযুদ্ধের সংগঠক ইঞ্জিনিয়ার এসএমএ বারীর ২০তম মৃত্যুবার্ষিকী। মরহুম ইঞ্জিনিয়ার বারী হাটহাজারীর পশ্চিম ধলই ইউনিয়নের সফিনগর গ্রামের মরহুম সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিজ সারেং এর প্রথম পুত্র। মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পতেঙ্গাস্থ বাসভবনে আজ মিলাদ মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠিত হবে। এছাড়াও কাঠগড়স্থ কবরস্থানে জিয়ারত ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ২০০২ সালের ২৫ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।