ইঞ্জিনিয়ার আলী আশরাফের শূন্যতা সহজে পূরণ হবে না

রোটারির শোকসভায় বক্তাদের অভিমত

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফ স্মরণে শোকসভা গত ২৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছয় তলায় অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন লে. গভর্নর এস এম হারুনুর রশিদ। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ।
রোটারি ক্লাব অব ইসলামাবাদের সাবেক সভাপতি রোটারিয়ান বোরহান উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে ইঞ্জিনিয়ার আলী আশরাফের জীবন বৃত্তান্ত পাঠ করেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা। আলী আশরাফের জীবনভিত্তিক ভিডিও প্রদর্শন করেন প্রাক্তন প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রোটারিয়ান আলতাফ মোহাম্মদ হান্নান ও রোটারেক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সিনান। তাঁর স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আলী আশরাফের ছোট ছেলে জুনায়েদ। এতে প্রধান অতিথি ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, সমাজে আলী আশরাফের স্থান সহজে পূরণ হবে না। অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন রোটারিয়ান শওকত ওসমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এস এম সোলাইমান, মোহাম্মদ ফাহিম, মেহনাজ তাহসিন শাফি, সামিনা ইসলামসহ প্রায় শতাধিক রোটারিয়ান ও রোটার‌্যাক্টর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছাত্রনেতা আমিনুল ইসলাম স্মরণসভা
পরবর্তী নিবন্ধআবদুল লতিফ কমান্ডার