ইঞ্জিনিয়ার খালেক -অধ্যাপক খালেদ আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা সম্পর্কে জ্ঞাতব্য

| মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৫ জুলাই দিনব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় শিশু সমাবেশ, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল ৪টায় শিশুসাহিত্যিক মিলনমেলা, ছড়াকবিতা পাঠ ও আবৃত্তি, বিকেল ৫টায় পুরস্কার বিতরণ প্রভৃতি।

প্রতিযোগিতা ক, , তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আবৃত্তির বিষয় : দেশপ্রেমের যে কোনো কবিতা। চিত্রাংকনের বিষয় : আমার দেশ। অংকনের যাবতীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রতিযোগিতার বিভাগ : ( প্লে গ্রুপ থেকে ২য় শ্রেণি), (৩য় থেকে ৫ম শ্রেণি), (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)। প্রতিযোগিতার তারিখ ও সময় : ৫ জুলাই শুক্রবার সকাল ১০টা। একজন প্রতিযোগী দুটিতেই অংশ নিতে পারবে। তবে আলাদা আলাদা ফরম পূরণ করতে হবে। ফরমের মূল্য নেই। ফটোকপি চলবে। এখান থেকে ডাউনলোড করেও ফরম পূরণ করা যাবে। প্রতিযোগিতার স্থান : চট্টগ্রাম শিল্পকলা একাডেমি। ফরম জমাদানের শেষ তারিখ : ৪ জুলাই। ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার স্থান চট্টগ্রাম একাডেমি অথবা সাপ্তাহিক স্লোগান, কেয়া ম্যানশন, মোমিন রোড। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ : মোবাইল : ০১৮১৮০১৬৫৮০। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, জব্দ জাল পুড়িয়ে ধ্বংস
পরবর্তী নিবন্ধকুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা