ইছামতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদীর দুই পারের ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন ও বালুর মহাল ইজারা বরাদ্দ বাতিলের দাবিতে চটগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইছামতী নদী রক্ষা আন্দোলন কমিটি। গতকাল সোমবার চট্টগ্রামে জেলা প্রশাসক ফরিদা খানম বরাবর গণস্বাক্ষর করা এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

জানা যায়, রাঙ্গুনিয়ার সাবেক এমপি হাছাান মাহমুদের প্রভাব খাটিয়ে এবং তার পরিবারের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল ইজারা নামে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের অসাধু বালুদস্যুরা নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করেছে। ফলে নদী তীরবর্তী দুই কুলের বাসিন্দাদের বাস্তুভিটা এবং রাস্তাঘাট নদী ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক পরিবার। নদীগর্ভে বিলীন হয়েছে অনেক আবাদি জমি। উত্তর রাঙ্গুনিয়া ৫টি ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকার মানুষের এই ক্ষতি থেকে মুক্তি পাওয়ার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো থেকে নিয়ে ইছামতি নদী রক্ষা কমিটি গঠিত হয়।

এই কমিটির উদ্যোগে গত এক মাস আগে থেকে রাঙ্গুনিয়ার ইউএনও এবং চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ সর্বশেষ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জনগণের বসত বাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি রক্ষায় অবৈধ এসকল বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় উপস্থিত ছিলেন, ইছামতী নদী রক্ষা কমিটির সমন্বয়ক আবুবকর সিদ্দিকী মোরশেদ, ওসমান গণি, মো. রাশেদুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, মো. মহসিন, মোস্তফা জাহেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় নাটক বন্ধ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্যাখ্যা
পরবর্তী নিবন্ধসম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জনের প্রত্যয়