ইচ্ছে হলে

দীপক বড়ুয়া | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

ইচ্ছে হলে হাসতে পারি

হি: হি:,

ময়না বলে দুত্তরি ছাই

ছি: ছি:!

ইচ্ছে হলে ছুটতে পারি

দূরে,

ময়না বলে ভাটিয়ালি গা

সুরে !

ইচ্ছে হলে পূর্ণিমা চাঁদ

ছুঁই,

ময়না ধরে বড্ড গান

তুই!

ইচ্ছে হলে সাগরের ঢেউ

হই,

ময়না বলে সাগর খানা

কই!

ইচ্ছে হলে পড়তে বসি

বই,

ময়না বলে মনোযোগি

কই?

পূর্ববর্তী নিবন্ধছড়া হবে কেমন?
পরবর্তী নিবন্ধবাদাম খেলো কে